আক্তারুল ইসলাম, মিরাপুর, কুষ্টিয়া।।
কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত গঙ্গা-কপোতাক্ষ (জি.কে) সেচ প্রকল্পের খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের শাকদহচর গ্রামের মৃত মোজাফ্ফর মণ্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে বাবু পাগল (৫৫)।
বৃহস্পতিবার ৩১ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলার ওয়াপদা কাঁঠালবাগান সংলগ্ন জিকে খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় না মিললেও বিকেলে তার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই তিনি এলাকা থেকে হারিয়ে যেতেন। কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলেও জানান তার পরিবার।
ওসি আরও জানান, মরদেহে আঘাতের চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে, তিনি পানিতে পড়ে মারা গেছেন বা অন্য কোনোভাবে খালে পড়ে যান। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।