মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ইসলামী যুব আন্দোলনের সমাবেশ দেশে নব্য চাঁদাবাজরা উঁকি ঝুকি দিচ্ছে- মুফতি মানসুর আহমেদ সাকি

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





কুষ্টিয়ায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবাষিকী সমাবেশ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতীবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া শাখার সভাপতি হাফেজ তাওহিদুল ইসলামের সভাপতিতত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রিয় সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি। তিনি বলেন, বাংলাদেশের অতীত শাসকরা মূলত লুটপাটের মাধ্যমে সম্পদ অর্জনের চেষ্টা করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছিলাম একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে।
কিন্তু বর্তমানে নব্য চাঁদাবাজরা উঁকি ঝুকি দিচ্ছে, দেশের সব জায়গাতে চাঁদাবাজি চলছে, রাস্তাঘাট এমনকি ভ্যানের উপরে যে ব্যবসা করে তাকেও চাঁদা দিতে হচ্ছে । আগে চাঁদা দিতে হতো একজনকে এখন দিতে হচ্ছে অন্যজনকে।
তিনি বলেন, আমরা চাই আগে রাষ্ট্র সংস্কার ও বিচার নিশ্চিত হোক তারপর নির্বাচন। আর এ লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে নতুন এক পরিবর্তনের আশার আলো দেখা যাচ্ছে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এমএস হাসিব গোলদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমাদ আলী, সেক্রেটারী জিএম তাওহীদ আনোয়ার।