মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় শেখ হাসিনা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন : সম্পৃক্ততা নেই দাবী ইউপি চেয়ারম্যান আশরাফুলের

প্রকাশিত হয়েছে -




মোঃ আনোয়ার হোসেন :





কুষ্টিয়া জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। তবে জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামকে। কমিটি ও সংগঠনের সাথে কোন সম্পৃক্ততা নেই এবং কমিটি সম্পর্কে কোন অবগত না হয়ে আহ্বায়ক হিসাবে নাম দেওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ করেন আশরাফুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম রানা এবং সদস্য সচিব মো: রুহুল আমিন স্বাক্ষরিত ২৮ জুলাই ২০২৫ তারিখে এক বছরের জন্য সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামকে আহ্বায়ক এবং ৬টি উপজেলার ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে একটি আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এদিকে কমিটি ও সংগঠনের সাথে কোন সম্পৃক্ততা নেই এবং কমিটি সম্পর্কে কোন অবগত না হয়ে আহ্বায়ক হিসাবে নাম দেওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ করেন আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম জানান, “আমি এ কমিটি সম্পর্কে অবগত নয়। আমি জানিই না, কেউ আমার নাম দিয়েছে এবং কমিটির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি এই কমিটি ও সংগঠনের বিরোধিতা করছি। সেই সাথে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” অপরদিকে কমিটিতে নাম আসা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানিয়ে লিখেছেন তারা কিছু জানেই না, কিন্তু ঢাকা থেকে এমন কমিটি করেছে।