এসএম জামাল, কুষ্টিয়া :
বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক এবং প্রোগ্রাম ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম বলেছেন, নিজের ওপর আত্মবিশ্বাস ও মনোবলের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।
তিনি বলেন, উদ্যোক্তা হতে হলে নিজের ইচ্ছাশক্তি, সততা আর পরিশ্রম দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কোনোভাবেই পিছপা হলে চলবে না। যত বাধা আসুক না কেন, তা জয় করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরের সেতু এনজিও মিলনায়তনে ‘উদ্যোক্তা হবো, দেশ গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই প্রোগ্রামস ডিপার্টমেন্টের SICIP প্রকল্পের অধীনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী এবং সনদপত্র বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ছোট আকারে আগে ব্যবসা শুরু করেন, দেখবেন লেগে থাকলে সফলতা আসবে। মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং তাদেরকে আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় এনে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন।
ওয়ান ব্যাংক পিএলসি খুলনা জোনের ইভিপি এন্ড হেড অব আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফের সভাপতিত্বে ও কো ট্রেইনার গিয়াসউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো: আইয়ুব আলী, ওয়ান ব্যাংক পিএলসির সিনিয়র ট্রেইনি মাসুদুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএমই (প্রধান) আবদুস সামাদ, সেতুর নির্বাহী পরিচালক ড. আব্দুল কাদের, ওয়ান ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক ফজলুর রহমান, পোড়াদহ শাখার ব্যবস্থাপক বাসারুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংক এবং ওয়ান ব্যাংক এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পঁচিশ জন প্রশিক্ষণ গ্রহণ করা উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এছাড়াও উদ্যোক্তাদের পণ্য নিয়ে প্রদর্শন করা স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।