নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিন ও কাশ্মীরের নির্যাতিত মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে এবং তাদের ওপর আগ্রাসনের প্রতিবাদে আজ শুক্রবার কুষ্টিয়ায় এক বিশাল প্রতিবাদ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। “কুষ্টিয়ার সাধারণ জনগণ” এর ব্যানারে এই কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
জুমার নামাজের পর কুষ্টিয়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের ফেস্টুন, ব্যানার এবং প্লাকার্ড বহন করেন, যেখানে ফিলিস্তিন ও কাশ্মীরের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় পর্যন্ত যায় এবং সেখান থেকে আবার বড় মসজিদের সামনে ফিরে আসে।
মিছিল চলাকালীন সময়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল “ফিলিস্তিন জিন্দাবাদ!”, “কাশ্মীর মুক্তি চাই!”, “মুসলিম ঐক্য, জিন্দাবাদ!”, “আমেরিকা-ইসরায়েল-ভারত, নিপাত যাক!”। অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ এবং মুসলিম বিশ্বের প্রতি সংহতির বার্তা।
মিছিল শেষে বড় মসজিদের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিন ও কাশ্মীরের মুসলমানদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, “নিরীহ মুসলমানদের ওপর যে গণহত্যা চলছে, তা কোনো সভ্য সমাজের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।”
বক্তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশ শেষে ফিলিস্তিন ও কাশ্মীরসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য এবং নিপীড়ন থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এই ধরনের কর্মসূচি কুষ্টিয়ার সাধারণ জনগণের মধ্যে মুসলিম বিশ্বের প্রতি গভীর সহানুভূতি এবং সংহতির বহিঃপ্রকাশ।