মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

জুলাই গণ-অভ্যুত্থানে সাহসী সাংবাদিকতা সম্মাননা পেলেন দৈনিক হাওয়ার প্রতিনিধি আশরাফুল ইসলাম অনিক

প্রকাশিত হয়েছে -




শহর প্রতিনিধি :





জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাহসী ও নিরলস সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক এবং দৈনিক হাওয়া পত্রিকার শহর প্রতিনিধি আশরাফুল ইসলাম অনিক। গতকাল, ৩ আগস্ট, রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়

ফ্যাসিবাদী শাসনামলে সাহসিকতার সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরা এবং গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সারা দেশ থেকে মোট ১৯২ জন সাংবাদিককে এই সম্মাননা দেওয়া হয়। কুষ্টিয়া জেলার তিনজনের মধ্যে অন্যতম আশরাফুল ইসলাম অনিক এই স্বীকৃতি পেয়ে নিজেকে গর্বিত ও ধন্য মনে করছেন।

আশরাফুল ইসলাম অনিক জানান, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং সেসব সাহসী সাংবাদিকের প্রতি শ্রদ্ধার প্রতীক, যারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সত্য প্রকাশ করতে গিয়ে নিজেদের জীবন বিপন্ন করেছেন।” তিনি আরও বলেন, সাংবাদিকতা তার কাছে শুধু একটি পেশা নয়, বরং জাতীয়তাবাদী আদর্শের প্রতি এক অটল অঙ্গীকার। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে গিয়ে তাকে বহুবার নির্যাতন, মিথ্যা মামলা এবং কারাভোগের শিকার হতে হয়েছে। কিন্তু প্রতিটি আঘাত তাকে আরও দৃঢ় করেছে এবং তার বিশ্বাসকে করেছে আরও অটল।

এই সম্মাননা অর্জনে তিনি তার কর্মস্থল দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক বাচ্চু এবং সহকারী সম্পাদক অধ্যাপক শেহাব উদ্দিনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা তাকে এই পথে এগিয়ে যেতে সাহায্য করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ আরও অনেকে।

এই সম্মাননা আশরাফুল ইসলাম অনিককে আগামীতে আরও সাহসিকতা, সততা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন, যাতে একটি ফ্যাসিবাদমুক্ত, ন্যায় ও সত্যের বাংলাদেশ গড়া যায়। তিনি তার সকল সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।