1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
ছাত্র জনতার গণঅভ্যুত্থান কোন দলের নয়: জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়ার বিবৃতি - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থান কোন দলের নয়: জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়ার বিবৃতি





নিজস্ব প্রতিবেদক।।





জাতীয় পার্টি (কাজী জাফর) এর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু বলেছেন , ছাত্র জনতার গণঅভ্যুত্থান কোনো দলীয় নয়, এটি গোটা জাতীর জাগরণ। এটি কেবল সরকারের পতন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করার সংগ্রাম। আমরা বিশ্বাস করি,এই চেতনা থাকবে অটুট, এই সংগ্রাম হবে সফল, এবং এই বাংলাদেশ হবে সত্যিকার অর্থে একটি কল্যাণমূলক রাষ্ট্র। ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় পার্টি (কাজী জাফর) এর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি একথা বলেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, ৫ আগস্ট ইতিহাসের সেই গৌরবময় দিন,যেদিন বাংলাদেশের সাহসী ছাত্রসমাজ, সাধারণ মানুষ, শিল্পী-সাহিত্যিক, আইনজীবী, প্রবাসী এবং সকল স্তরের মানুষ একতাবদ্ধ হয়ে অন্যায়, দুর্নীতি, দমন–পীড়নের বিরুদ্ধে গর্জে উঠেছিল।
২০২৪ সালের ৫ আগস্ট যে ছাত্র–জনতার গণঅভ্যুত্থান শেখ হাসিনার দীর্ঘদিনের জালিমী শাসনের অবসান ঘটিয়েছিল, তা এক নতুন যুগের সূচনা করেছিল। এটি ছিল বাংলাদেশের গনমানুষের গনজাগরণের দিন, এটি ছিল নতুন আশা এবং শপথের দিন।
জাতীয় পার্টি (কাজী জাফর) বিশ্বাস করে—এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছিল একটি স্বতঃস্ফূর্ত ও ন্যায়ভিত্তিক বিপ্লব, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার এবং সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের জন্য ছাত্র–জনতা রক্তে ও জীবনের বিনিময়ে ইতিহাস লিখেছে।
আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই শহীদদের, এবং আহতদের । আমরা গভীর কৃতজ্ঞতা জানাই সেই সকল সংগ্রামীদের, যারা পরিবার, ক্যারিয়ার, জীবনের নিশ্চয়তা বিসর্জন দিয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সুদৃঢ় ছিলেন।
জাতীয় পার্টি, (কাজী জাফর) সব সময় বিশ্বাস করে—শৃঙ্খলা, সহনশীলতা ও উন্নয়নের রাজনীতিতে। ছাত্র–জনতার এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের যে বোধের সৃষ্টি হয়েছে জাতীয় পার্টি (কাজী জাফর) সেই রাজনীতির প্রদর্শক।
আজকের এই ঐতিহাসিক দিনে আমরা জাতীয় পার্টি (কাজী জাফর) পক্ষ থেকে দেশের জনগণের প্রতি অঙ্গীকার করছি—আমরা এই অর্জিত গণতন্ত্র রক্ষায় সর্বদা সোচ্চার থাকবো। আমরা স্বপ্ন দেখি একটি বাংলাদেশ, যেখানে সরকার জনগণের সেবক, আর জনগণ হবে প্রকৃত মালিক।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!