মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের তরুণ সমাজকে এখন থেকেই প্রস্তুত করতে হবে- মাহমুদুর রহমান

প্রকাশিত হয়েছে -




সমাচার ডেস্ক :





বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের তরুণ সমাজকে এখন থেকেই প্রস্তুত করতে হবে। প্রতিবেশী ভারত একটি হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী রাষ্ট্র, আর মিয়ানমার একটি বর্বর ও আগ্রাসী রাষ্ট্র। এক্সটার্নাল থ্রেট মোকাবিলায় প্রয়োজন তরুণদের সামরিক প্রশিক্ষণ (মিলিটারি ট্রেনিং) দিতে হবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়ায় “জুলাই বিপ্লব বর্ষপূর্তি ও গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দিবসটি পালন উপলক্ষে ইবি ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নকীব মোঃ নসরুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের সম্মাননা পুরস্কার প্রদান করেন অতিথিরা। এ ছাড়া “জুলাই বিপ্লব” নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।