মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতর অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে -




আক্তারুল ইসলাম, মিরপুর।।





স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর-সংলগ্ন এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা

কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২ টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর-সংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর-সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয়ের নারীর লাশ পড়ে থাকতে দেখা স্থানীয়রা পুলিশকে জানায়। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্ধগলিত লাশটি পাঁচ-সাত দিন আগের।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান।