মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে -




নিজস্ব সংবাদ :





জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করেছে কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থা। দিবসটি উপলক্ষে সংস্থাটি গতকাল মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১০টার সময় কুষ্টিয়া শহরের ঝাউতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত র‍্যালিটি কুষ্টিয়া শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে সমাবেশে মিলিত হয়। এখানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থার রেইজ প্রকল্পের সমন্বয়কারী এস এম তাহাজ্জুদ হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশে এক তৃতীয়াংশ জনশক্তি হচ্ছে তরুন প্রজন্ম,এই তরুন প্রজন্মকে যদি দক্ষ মানব সম্পদ হিসেবে আগামীর জন্য প্রস্তুত করা না যায় তাহলে বাংলাদেশের উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। সূতরাং যুব সমাজকে এখনই জাতি গঠনে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে পরিচিত করতে হলে এখনই যুব সমাজকে নিয়ে সরকারের বিভিন্ন উচ্চ মহলে সঠিক পরিকল্পনা তৈরি করে বাস্তবায়নেরকৌশল নির্ধারন করতে হবে।

আজকের এই আন্তর্জাতিক যুব দিবসের মাধ্যমে জোর দাবি তুলতে চাই, জাতীয় বাজেটে যুব কল্যানে বরাদ্ধ বৃদ্ধি করতে হবে, নতুন নতুন কারিগরি প্রতিষ্ঠান সৃষ্টি করে যুবদের চাহিদা অনুযায়ি কার্যকর
প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। তা না হলে বাংলাদেশের উন্নয়ন ব্যহত হবে। সুতরাং যুব সমাজকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি যুবদেরও এগিয়ে আসতে হবে দক্ষতার সাথে। এ সময় সংস্থাটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।