মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

পাবনার সাথে যুক্ত না হওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশে হামলা ও ভাঙচুর

প্রকাশিত হয়েছে -





সমাচার ডেস্ক অনলাইন :





কুষ্টিয়ার কুমারখালীর চরাঞ্চলে এক মানববন্ধন ও সমাবেশে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে পাবনার দূর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চর সাদিপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটেছে ।

হামলায় চরসাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আজম আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পরিষদ চত্বরে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

মানববন্ধনকারীদের ভাষ্য, পদ্মা নদীর কারণে জেলা ও উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন চর সাদিপুর ইউনিয়ন। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় এখানকার মানুষের জীবনমান অনুন্নত হলেও শান্তিতে বসবাস করছেন চরাঞ্চলের মানুষ। কিন্তু একটি চক্র ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্র করে চর সাদিপুরকে পার্শ্ববর্তী পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করে চাই। সেজন্য বুধবার বেলা ১১টায় পাবনা প্রশাসনের একটি দল চরসাদিপুর পরিদর্শনে আসার কথা ছিল।

প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। সকাল ১০টার দিকে পাবনার দূর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ মানববন্ধনে হামলা করে এবং সমাবেশস্থলের চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে দুপুর ১২টার দিকে ‌‘মা-মাটি-মোহনা, আমরা পাবনা যাবো না’ শ্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানান্তর নয়, উন্নত যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আহত বিএনপি নেতা গোলাম আজম বলেন, ‘আজ স্থানান্তরের বিষয়ে পাবনা প্রশাসনের পরিদর্শনে আসার কথা ছিল। এর প্রতিবাদে আমরা এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করি। হঠাৎ পাবনার একদল দুর্বৃত্ত মোটরসাইকেল বহর নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।’

বিএনপি নেতার অভিযোগ, স্থানান্তরের আগেই পাবনার সন্ত্রাসীরা হামলা করেছে। স্থানান্তরের পরে তারা নানাভাবে হয়রানি করবে, তা সহজেই অনুমেয়।