মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মিরপুরে ট্রাকভর্তি ৩০০ বস্তা সরকারি চাল জব্দ

প্রকাশিত হয়েছে -




আক্তারুল ইসলাম, মিরপুর।।





মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০০ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকা থেকে চালবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা খাদ্য অধিদফতরের সিলযুক্ত চালের বস্তা দেখতে পেয়ে সন্দেহ করলে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেন।

তিনি বলেন, “চালের বস্তাগুলোতে সরকারি সিল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে পোড়াদহ নতুন বাজার এলাকায় আনা হয়েছিল। তবে ট্রাকচালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এলাকাবাসীর দাবি, সরকারি খাদ্য সহায়তার চাল নিয়মিতভাবে বাজারে চলে আসায় প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

জব্দ হওয়া চাল ও ট্রাক বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।