মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

আমলা সরকারি কলেজে কিউআর কোডে উপস্থিতি: সময় সাশ্রয় ও স্বচ্ছতার ডিজিটাল বিপ্লব

প্রকাশিত হয়েছে -




আক্তারুল ইসলাম, মিরপুর:





কুষ্টিয়ার আমলা সরকারি কলেজ ২৪ আগস্ট থেকে রোল কলের পরিবর্তে শিক্ষার্থীদের উপস্থিতি নির্ধারণ করছে কিউআর (QR) কোড স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে। শিক্ষার্থীর আইডি কার্ডের কোড স্ক্যান করে তথ্য সরাসরি কলেজের কম্পিউটার সার্ভারে চলে যাচ্ছে, ফলে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র কয়েক সেকেন্ডেই নিশ্চিত হচ্ছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম মনিরুল ইসলাম বলেন, “নতুন উদ্যোগে সময় বাঁচবে, স্বচ্ছতা বাড়বে, এবং শিক্ষকরা পাঠদানে আরও মনোযোগী হতে পারবেন। ভবিষ্যতে অভিভাবকদের কাছে মোবাইল অ্যাপ বা এসএমএসের মাধ্যমে উপস্থিতি জানানো হবে।”

শিক্ষার্থীরা এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন। দ্বিতীয় বর্ষের ছাত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “আগে রোল কল নিতে অনেক সময় লাগত, এখন কয়েক সেকেন্ডেই শেষ হচ্ছে।” অভিভাবকরা জানিয়েছেন, নতুন প্রযুক্তি তাদের সন্তানের উপস্থিতি নিশ্চিত করছে।

সিস্টেমে প্রতিটি শিক্ষার্থীকে কিউআর কোড যুক্ত আইডি কার্ড দেওয়া হয়েছে। শিগগিরই যোগ হবে এসএমএস নোটিফিকেশন, অনলাইনে উপস্থিতি দেখা, স্বয়ংক্রিয় মাসিক-বার্ষিক রিপোর্ট এবং পরীক্ষার যোগ্যতার সাথে উপস্থিতির সমন্বয়।

স্থানীয় শিক্ষাবিদ মজনুর রহমান বলেন, “আমলা সরকারি কলেজের পদক্ষেপ অন্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হতে পারে। প্রযুক্তি ব্যবহার শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনবে।”

চ্যালেঞ্জ থাকলেও—যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, নেটওয়ার্ক বিভ্রাট বা হারানো আইডি কার্ড কলেজ কর্তৃপক্ষ প্রস্তুত। কিউআর কোড স্ক্যানিং প্রক্রিয়ায় উপস্থিতি এখন বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির নতুন অধ্যায় তৈরি করেছে।