নিজস্ব প্রতিনিধি।।
কাজী জাফর স্মরনে কুষ্টিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) বিকেলে জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা কার্যালয়ে, বীর মুক্তিযুদ্ধা সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাবেক চেয়ারম্যান, কাজী জাফর আহমেদ -এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তার মুক্তিযুদ্ধের ভুমিকা, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে তার ভুমিকা, এবং তার বিশাল রাজনৈতিক জীবন ও তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু। বিশেষ অতিথি ছিলেন বিএলডিপি কুষ্টিয়া জেলা আহবায়ক ডাঃ রুহুল আমীন। এছাড়া জাতীয় পার্টি (কাজী জাফর) সাধারণ সম্পাদক আজমত আলী খান মনি, সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী, জাতীয় যুবসংহতির আহবায়ক শেখ ইউসুফ রেজা রানা, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মাহফুজুর রহমান লেখক, জেলা কমিটির সদস্য কবিরউদ্দিন, সদর উপজেলার আহবায়ক সুজাউদ্দৌলা রাজু, জেলা কমিটির সদস্য শামীম আহমেদ, আহমেদ মুরসালিন, সদস্য সচিব জেলা জাতীয় ছাত্র সমাজ সদস্য সচিব নাজমুল হাসান খান, সদস্য মামুন, সিহাব আহমেদসহ অনেকে।