নারায়ণগঞ্জ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা বাজারে ট্রাস্ট লাইফ কার্ড কোম্পানির সোনারগাঁ শাখার শুভ উদ্বোধন করা হয়। ২৯ আগস্ট শুক্রবার বিকালে জাঁকজমকপূর্ণ আয়োজন ও কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে ট্রাস্ট লাইফ কার্ড কোম্পানির সোনারগাঁও শাখার উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমডি জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট লাইফ কার্ড কোম্পানির মাননীয় চেয়ারম্যান মেজর নাসির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল হাই আব্বাসী, হযরত মাওলানা মাহমুদুল হাসান, হযরত মাওলানা ফয়সাল আব্বাসী, হযরত মাওলানা ইকবাল হোসাইন, আরো উপস্থিত ছিলেন
ট্রাস্ট লাইফ কার্ড কোম্পানির সোনারগাঁও শাখার ডিরেক্টর সাঈদ নুরুজ্জামান,হাফেজ নূর হোসাইন,মোহাম্মদ আজিম অফিস এক্সকিউটিভ এমডি সুমন আহমেদ
ট্রাস্ট লাইফ কার্ড এর সুবিধা সমূহ অল বাংলাদেশ কার্ড সো করলেই পাওয়া যাবে ডিসকাউন্ট বাংলাদেশে ৬৩৭টি প্রতিষ্ঠানে এই কার্ডটি শো করলেই পাওয়া যাবে বিশেষ ডিসকাউন্ট এর মধ্যে হাসপাতাল, রেস্টুরেন্ট,শপিংমল,সুপারশপ, পার্ক, রিসোর্ট, সেলুন, পার্লার, ফার্মেসি, ওয়ালটন, ইত্যাদি ইতিমধ্যেই বিশ্বের ১৮ টি দেশের সাথে চুক্তিবদ্ধের প্রস্তাবনা রয়েছে,,, দৈনিক প্রতিদিনের কাগজের সোনারগাঁও প্রতিনিধিকে ট্রাস্ট লাইফ কার্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান বলেন,,,কোম্পানির মিশন সকলের জন্য সহজে ও সাশ্রয়ী জীবন ব্যবস্থা নিশ্চিত করা কোম্পানির ভিশন বাংলাদেশের সকল নাগরিকের জন্য আস্থাশীল ও ডিজিটাল ডিসকাউন্ট সেবাই একমাত্র উদ্দেশ্য এই কোম্পানির সার্ভিস কার্ড বর্তমানে ট্রাস্ট লাইফ কার্ড ৩৫০০ টাকা জমা দিয়ে ওয়েবসাইট অথবা সরাসরি কোম্পানির শাখা সমুহ থেকে সংগ্রহ করতে পারবেন হেড অফিস শনির আখড়া জাপানি বাজার ইউনাইটেড টাওয়ার লিফটের ১০ এ,অথবা সোনারগাঁ শাখার পিরোজপুর ইউনিয়নের বটতলা বাজারের শাখা থেকে সংগ্রহ করতে পারবেন।
www.trustlifecard.com
hotline : 01302591102
018211627764