1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ায় নিরাপদ সড়ক চাই'র (নিসচা) পথসভা ও লিফলেট বিতরণ - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়ায় নিরাপদ সড়ক চাই’র (নিসচা) পথসভা ও লিফলেট বিতরণ





নিজস্ব প্রতিনিধি।।





সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) সকাল ১১টার দিকে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শহরের মজমপুর গেটে ট্রাফিক অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুরুন্নবী বাবু ও পরিচালনা করেন সাধারণ শাহারিয়া ইমন রুবেল। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার নিরাপদ সড়ক চাই সংগঠনের উপদেষ্টা বিজ্ঞ স্পেশাল পিপি অ্যাড. শামিম উল হাসান অপু, উক্ত সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক, নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কুষ্টিয়ার সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতাউল গনি উসমান, মীর আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদ অঞ্জন কৃষ্ণশীল শুভ, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলাইন এলিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার যেসব চিত্র পাওয়া যায়, তা সত্যিই দুঃখজনক। দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিচ্ছে মানুষের অমূল্য জীবন। এতে নষ্ট হয়ে যাচ্ছে অনেক সাজানো সংসার। একটি দুর্ঘটনায় স্বজনহারা মানুষের আহাজারি, পিতৃহারা সন্তানের আকুতি, আর যেনো কোন সন্তানকে এতিম হতে না হয়। কোথাও বাসে ট্রাকে, কোথাও অটোরিকশা বাসে, কোথাও মোটর সাইকেল সংঘর্ষসহ বিভিন্ন কারনে সড়কে দুর্ঘটনা ঘটে। বর্তমানে ঘর থেকে বের হলেই প্রত্যেক মানুষকে সড়ক দুর্ঘটনা নামক আতঙ্ক তারা করে।

বক্তারা আরো বলেন, আমরা কুষ্টিয়া থেকে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পক্ষ থেকে জানাতে চাই, সড়কে দুর্ঘটনা কমাতে জনসচেতনতা ও সরকারি বেসরকারি পদক্ষেপ রুখে দিতে পারে দুর্ঘটনাকে। সকলের সামগ্রিক চেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে আমরা অন্তত সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি। তাই সকলে মিলে সচেতন হলে নিরাপদে বাড়ি ফেরা সম্ভব।

সাবধানে চালাব গাড়ি’ নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগান সম্বলিত নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার প্রচারনা লিফলেট বিতরণের নির্দেশনায় জানা যায়, ট্রাফিক আইন আপনার সুরক্ষার ঢাল, সড়কে শৃঙ্খলা মানুন, জীবনকে সুরক্ষিত রাখুন। দ্রুতগতি নয়, নিরাপত্তাই হোক অগ্রাধিকার। হেলমেট পরুন, সিটবেল্ট বাঁধুন, ঘরে ফিরুন নিরাপদে। মোবাইলে নয়, চোখ রাখুন সড়কে। একটু ধৈর্য, বাঁচাতে পারে শত প্রাণ। মাদকাসক্ত চালক, দুর্ঘটনার মূল কারণ। জীবন একটাই, ঝুঁকি নয় সচেতনতাই শ্রেষ্ঠ উপায়। অবহেলা নয়, সচেতনতাই জীবন রক্ষার পথ৷ ট্রাফিক পুলিশ একা নয়, সহযোগিতা চাই সবার৷ নিরাপদ সড়ক চাই, সেটাই নাগরিকের অধিকার। সড়কে শালীনতা সভ্য জাতির পরিচয়। জেব্রা ক্রসিংএ গাড়ি থামান, পথচারী পারাপারের সুযোগ দিন। একটু অসাবধানতায় কেড়ে নিতে পারে হাজারও প্রাণ, তাই আসুন আমরা সকলে সাবধানে গাড়ি চালাই নিজে বাঁচি অন্যকে বাঁচায়। আজ প্রতিজ্ঞা করি, সড়ক দুর্ঘটনা রোধে ঐক্যবদ্ধ থাকি।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!