মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় গনঅধিকার পরিষদ ও বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





ডাকসুর সাবেক ভিপি ও গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিপ্লবী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (৩০ আগষ্ট) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস সংলগ্ন কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মী। মিছিলটি শহরের পাঁচ রাস্তা মোড় হয়ে সাদ্দাম বাজারসহ কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অতিক্রম করে মজমপুর ট্রাফিক মোড়ে অবস্থান নেয় এবং মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় লেন কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী অভিমূখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, ঢাকায় গনঅধিকার পরিষদের শান্তিপূর্ন মিছিলে অতর্কিত ভাবে সেনাবাহিনী, পুলিশ ও আওয়ামী লীগের দোসর জাতীয় বেইমান খ্যাত জাতীয় পার্টির পরিকল্পিত বীভৎস হামলায় ডাকসুর সাবেক ভিপি ও গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী আহতদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে কুষ্টিয়া জেলা গনঅধিকার (জিওপি) সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির পক্ষে জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

এসময় জেলা নাগরিক কমিটির প্রতিনিধি সাজেদুর রহমান বিপুল, জান্নাতুল টনি, শরীফুল ইসলাম সবুজ,  কুমারখালি প্রতিনিধি কে এম আর শাহিন,  তাসের, মিরপুর প্রতিনিধি বুলবুল আহম্মেদ, ভেড়ামারা প্রতিনিধি শোভন আহম্মেদ। গণতান্ত্রিক ছাত্র সংসদ এর ছাতনেতা সুজন, শ্রেষ্ঠ সহ আরো অনেকেই। কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া পৌর গনঅধিকার পরিষদের সভাপতি এম এ সাহেদ ভিপি রঞ্জু, জেলা গনঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাজী আরিফ, নাজিম, জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মিনহাজুল আবেদীন পাপ্পু, সদস্য বাধন এজাজ। জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, সদস্য আশিকুর রহমান। ছাত্রনেতা বিপ্লব হোসেন, রাফিদ, তনয় সহ আরো অনেকে।

এদিকে বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা শ্লোগান দেন, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে” নুরের ওপর হামলা কেন; প্রশাসন জবাব চাই’ দাবি এখন একটাই’ জাপা নিষিদ্ধ চাইসহ বিভিন্ন শ্লোগান দেন তারা।

ঘন্টাব্যাপী কর্মসূচি শেষে অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচিতে মজমপুর গেটে মহাসড়ক অবরোধের খবরে সেখানে পুলিশ অবস্থান নেয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহাসড়ক ত্যাগ করেন আন্দোলনকারীরা। পরে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।