নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কুষ্টিয়া সদর উপজেলার দুটি ইউনিয়নে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত সম্মেলন শংকরদিয়া বাজারে অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টার দিকে মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কন্দর্পদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৃথক দুটি ইউনিয়নের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ ও পরিচালনা করেন সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব। এ দুটি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খোকন, যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম ও জয়নাল আবেদীন প্রধান।
এছাড়াও নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা আবু বকর সিদ্দিক ও সভাপতি নুরুন্নবী বাবু, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রাশিদুল ইসলাম রাশেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহ নেওয়াজ সুমন, জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আল শাহারিয়ার মামুন ও যুগ্ম আহবায়ক সজিব হোসেনসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিকে গোস্বামী দুর্গাপুরে অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলফাজ উদ্দিন, এবং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর উদ্দিন বিশ্বাস। এছাড়া মনোহরদিয়া অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হায়াত আলী বিশ্বাস। এসময় সদর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান, ইউপি যুবদলের সাবেক সভাপতি সানাউল্লাহ সোনা, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি হজরত আলী বক্তব্য রাখেন। পরে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বিএনপি একটি গনতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি দলে আওয়ামী লীগের দোসরদের স্থান হবে না। যারা বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে সুবিধা গ্রহণ করতে তাদের সাথে মেলামেশা করে জড়িত আছে, এমন কাউকে বিএনপির পদ দেওয়া হবে না। যে সকল বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর হামলা মামলার স্বীকার হয়েছেন, বা বিএনপির দু:সময়ে আন্দোলন সংগ্রামে সাথে ছিলেন তাদেরকে আগে মূল্যায়ন করতে হবে।
ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা হয়েছে। কিন্তু একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে, তাই যে কোন ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দেশে মৌলবাদের একটা দল আছে, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। কিন্তু এই পদ্ধতিতে নির্বাচন মেনে নেওয়া যাবে না।
এদিকে দুটি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় পরে কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে জেলার নেতৃবৃন্দ।