মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ

প্রকাশিত হয়েছে -




এস.এম.রিয়াদুল ইসলাম:





জিয়া সাইবার ফোর্সের নব-মনোনীত কেন্দ্রীয় নেতা সাজ্জাদুল আলম পলাশ নওগাঁয় নেতাকর্মীদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী ও সাইবার বিষয়ক বই উপহার দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​গত ৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক পদে মনোনীত হন সাজ্জাদুল আলম পলাশ। পদ প্রাপ্তির পর তিনি ব্যক্তিগত সফরে নওগাঁ গেলে সেখানকার বদলগাছী উপজেলা শাখার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান এবং ৭ সেপ্টেম্বর একটি সৌজন্য অনুষ্ঠানের আয়োজন করেন।

​অনুষ্ঠানে তিনি সাংগঠনিক দিকনির্দেশনা দেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “তথ্যই সম্পদ। যে যত বেশি পড়াশোনা করবে, সে সংগঠনের জন্য তত বেশি ভূমিকা রাখতে পারবে।” এরপর তিনি নেতাকর্মীদের হাতে বই তুলে দেন।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাজিবুল ইসলাম প্রশংসা করে বলেন, “দায়িত্ব পাওয়ার পরপরই পুরোদমে কাজ শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি অন্যদের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবেন।