1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত প্রিন্ট করুন




নিজস্ব প্রতিবেদক:





কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্স গতিরোধ করে। এরপর ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে চালক ও যাত্রীদের হত্যার হুমকি দিয়ে চিকিৎসার ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত একটার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া-কাতলামারী মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পিপুলবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ ইলিয়াস রহমান।

ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কৈপাল গ্রামের পিয়াদ আলীর ছেলে লিটন আলী হার্টের সমস্যা ও ডায়াবেটিস রোগে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে রাত একটায় দিকে অ্যাম্বুলেন্স যোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পিপুলবাড়িয়া এলাকায় মাঠের মধ্যে ডাকাত দল রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। এরপর পাঁচ থেকে ছয়জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও রোগীর স্বজনদের জিম্মি করে। এরপর অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে ডাকাত দল রোগীর স্বজনদের কাছে থেকে চিকিৎসার ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন।

অ্যাম্বুলেন্সের চালক রতন আহমেদ ও রোগীর স্বজন জালাল উদ্দীন জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে দৌলতপুর হাসপাতাল থেকে রোগীকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছিলাম। পথের মধ্যে পিপুলবাড়িয়া ও কাতলামারি মাঠের মধ্যে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে রোগীবাহী অ্যাম্বুলেন্স থামান ডাকাতদল। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং হত্যার হুমকি দেয়। এরপর রোগীর চিকিৎসার ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এবিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় অসুস্থ লিটন আলী নামের এক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কুষ্টিয়ায় যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছে। রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন পিপুলবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ ইলিয়াস রহমান বলেন, শুক্রবার দিবাগত গভীর রাতে মাঠের মধ্যে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একইসাথে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছি আমরা।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!