নিজস্ব প্রতিবেদক।।
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সাথে উপজেলার পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার আব্দালপুর, উজানগ্রাম, ঝাউদিয়া, কাঞ্চনপুর ও জিয়ারখী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্ব স্ব ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান। তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হোন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ বলেন, এই কমিটি তৃণমূলের প্রত্যাশা পূরণে কাজ করবে। দলকে সুসংগঠিত করতে আমরা একযোগে মাঠে নামব। বিএনপির আন্দোলন, সংগ্রাম ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলই হচ্ছে মূল শক্তি। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। আগামী দিনে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা কামনা, দেশ ও দলের অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে আব্দালপুর ইউনিয়নে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিবার রহমান বিশ্বাস। সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি সদস্য মতিয়ার রহমান মাস্টার, আব্দালপুর ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য প্রভাষক মহসীন আলী বিশ্বাস, ফিরোজুর রহমান ফিরোজ, তবীবুর রহমান তপু, মিলন হোসেন, আব্দালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি সদস্য নাজমুল ইসলাম প্রমূখ। এছাড়া ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ সাদ আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কাঞ্চনপুর সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু, জিয়ারখী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ নেতাকর্মী।