নিজস্ব প্রতিনিধি।।
কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সাথে উপজেলার পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি দিনব্যাপী পথসভা কর্মসূচি পালন করেন। এসময় সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান। তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হোন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে পাটিকাবাড়ি ইউনিয়নের অবদা মোড়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু দাউদ, পাটিকাবাড়ি বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম রেজা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
বিএনপির সাথে মতবিনিময় করেন। পরে পর্যায়ক্রমে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মাগুরা বাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন, শংকরদিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন, ৯নং ওযার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আহাদ আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে আসাননগর মোড়ে সদর থানা যুবদলের সদস্য ও গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মনোহরদিয়া ইউনিয়নে কন্দর্পদিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হায়াত আলীর নেতৃত্বে, মনোহরদিয়া ইউনিয়নের বলরামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে এবং ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তারুজ্জামান আক্তার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আক্তারুজ্জামান নিলুর নেতৃত্বে মতবিনিময়ে অংশ নেন। হরিনারায়ণপুর ইউনিয়নে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে মতবিনিময়ে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জাবেদ আলীর সভাপতিত্বে ও জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামিরের পরিচালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপি সদস্য আশরাফুল আলম চতুর, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক এস এম গোলাম রশিদসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়া আলামপুর ইউনিয়নের দহকুললা বাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুস্তাক, বিএনপি নেতা আব্দুর রহিম, সদর থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ খান সজল, থানা কমিটির সাবেক সদস্য মাহাবুব আলম এর নেতৃত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী এই কর্মসূচিতে পাঁচটি ইউনিয়নের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হোন সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতারা।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ বলেন, এই কমিটি তৃণমূলের প্রত্যাশা পূরণে কাজ করবে। দলকে সুসংগঠিত করতে আমরা একযোগে মাঠে নামব। বিএনপির আন্দোলন, সংগ্রাম ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলই হচ্ছে মূল শক্তি। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। আগামী দিনে ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই নির্বাচনে দল যাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করবে সকলে তার পক্ষে কাজ করবেন। অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা কামনা, দেশ ও দলের অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে হরিনারায়ণপুর ইউনিয়নের পথসভায় অংশ নিয়েছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি সদস্য মতিয়ার রহমান মাস্টার, আব্দালপুর ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য ফিরোজুর রহমান ফিরোজ, তবীবুর রহমান তপু, নাজমুল ইসলাম প্রমূখ।