মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি।।





দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদারের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (০৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরে থানাপাড়ায় কাজল মাজমাদারের অফিসে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু। এসময় জাতীয় পার্টির জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সাধারণ সম্পাদক আজমত আলী খান মনি, সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী, জাতীয় পার্টি (কাজী জাফর) সদর উপজেলার আহবায়ক সুজাউদ্দৌলা রাজু ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান খানসহ দলীয় নেতাকর্মী শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে কুষ্টিয়া চেম্বারের নবাগত পরিচালক কাজী রফিকুর রহমান এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতাকর্মীরা এবং তাঁদের সফলতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু বলেন, কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির অগ্রগতিতে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত পরিচালক হিসেবে আক্তারুজ্জামান কাজল মাজমাদার ও কাজী রফিকুর রহমানসহ নবাগত সকল পরিচালক সেই ধারাবাহিকতা বজায় রেখে জেলার ব্যবসায়িক উন্নয়নে অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে চেম্বারের নবাগত পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার জাতীয় পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের শুভেচ্ছা আমার জন্য অনুপ্রেরণা। আমি চেষ্টা করব ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করতে এবং কুষ্টিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে।