মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক:





ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া এলাকায় স্থানীয় তরুণদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময় ও আড্ডায় অংশ নেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সহ-সম্পাদক। কয়েক দিন ধরেই এলাকার তরুণরা তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করছিলেন। ব্যস্ততার কারণে আগে সময় না হলেও শনিবার (৪ অক্টোবর) তরুণদের উপস্থিতিতে তিনি একই সঙ্গে আনন্দিত ও আবেগাপ্লুত হন।

সম্প্রতি জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় তরুণরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তবে বিনয় প্রকাশ করে তিনি বলেন,এই ফুলের প্রকৃত প্রাপ্য তারাই—যারা দেশ, সমাজ ও মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীর দিন তরুণ সমাজের, তারুণ্যের বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি তানভীর মাহমুদ সূর্যসহ জেলা কমিটির আরও কয়েকজন নেতা।

তিনি বলেন, শিক্ষা, সততা ও প্রযুক্তিতে পারদর্শিতার মাধ্যমে মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ সমাজকেই এগিয়ে আসতে হবে। জাতীয়তাবাদী শক্তির আদর্শ ধারণ করে প্রত্যেকে যেন সাইবার জগতে ইতিবাচক ভূমিকা রাখে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এর আগে গতকাল (৩ অক্টোবর) শৈলকুপায় এক মহিলা সমাবেশে দেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব মোঃ আসাদুজ্জামান তরুণ সমাজকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ প্রয়াসের অঙ্গীকার করেন। তিনি আরও আহ্বান জানান—প্রতিটি পরিবার যেন সুশিক্ষার আলোয় আলোকিত হয় এবং প্রতিটি শিশু বিসিএস ক্যাডার, ডাক্তার ও ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে ওঠে।

অ্যাটর্নি জেনারেলের এই অনুপ্রেরণামূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আজকের আড্ডায় তিনি শৈলকুপার কিছু শিশুদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করেন।
বাকি ব্যাগগুলো বিতরণের দায়িত্ব দেওয়া হয় জেলা কমিটির সভাপতি তানভীর মাহমুদ সূর্য ও তরুণ নেতা আলামীনকে।

শেষে তিনি বলেন,মাননীয় অ্যাটর্নি জেনারেল যে স্বপ্ন দেখেন—একটি মাদক ও দুর্নীতিমুক্ত, সুশিক্ষিত বাংলাদেশ গঠনের—তার সেই স্বপ্ন বাস্তবায়নে আমি পেছনের সারির একজন কর্মী হিসেবেই পাশে থাকতে চাই।

তিনি তরুণ সমাজের প্রতি শুভকামনা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।