বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া সদরের আব্দালপুর-ঝাউদিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও লক্ষী পূজা মন্দির পরিদর্শন 

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক।।





বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) দুপুর ৩ টার দিকে সদর উপজেলার আব্দালপুর ও ঝাউদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে স্থানীয় নেতাকর্মীরা।
এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও আব্দুল মঈদ বাবুল এবং সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান। সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন। জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রাশিদুল ইসলাম রাশেদ ও সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম। কর্মসূচির শুরুতে ঝাউদিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ সাদ আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এদিকে বিকেল ৫টার দিকে আব্দালপুর বাজার, লক্ষীপুর ও মধুপুর বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিবার রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মতিয়ার রহমান মাস্টার, ইউনিয়ন বিএনপি সার্চ কমিটি সাবেক সদস্য ফিরোজুর রহমান ফিরোজ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম রকি, সাবেক নেতা তবিবুর রহমান তপু এর নেতৃত্বে রাত ৮টার দিকে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয়। এসময় জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেনসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া লক্ষীপুর জেলেপাড়াতে সনাতন ধর্মাবলম্বীদের লক্ষী পূজা মন্দির পরিদর্শন করেন প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ নেতাকর্মী।

এসময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দলের কেন্দ্রীয় ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই লিফলেট বিতরণ চলছে। জনগণকে সচেতন করতেই এই কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান তিনি। লিফলেট বিতরণের সময় নেতারা বিভিন্ন দোকান ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফার মূল বিষয়বস্তু সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। এ সময় বিএনপি নেতারা দাবি করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তারা।