নিজস্ব প্রতিবেদক :
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন।
তিনি জানান,২৬ শে মার্চ আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। এই দিনে বাংলার পুর্বআকাশে রক্ত লাল হয়ে উদ্দীত হয়েছিল নতুন একটি সূর্য একটি মানচিত্র ২৬ শে মার্চ ।
পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহংকার দৃপ্ত শপথের দিন আজ।
আজকের এই দিনে বাংলার মাটিতে উড়েছিল লাল সবুজের পতাকা।
বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামে নতুন একটি দেশ, আমাদের মাতৃভূমি। সে দিন স্বদেশের বুকে বুক ফুলিয়ে চলার জন্যে দৈত্যের কাছ থেকে সোনার বাংলাকে রক্ষার জন্যে আমার মায়ের দামাল ছেলেরা নিজের জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতা চিনিয়ে এনেছিল এই সোনার বাংলায়, নাম দিয়ে ছিলো বাংলাদেশ।