নিজস্ব প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে নিহত সকল শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মোফাজ্জেল হক এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, সহ সভাপতি এস এস রুশদী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম সিদ্দিক, জামিল হাসান বাবু, মহিলা সম্পাদিকা আঙ্গুরি বেগম, ক্রীড়া সম্পাদক মীর কামরুল, সদস্য রত্না বাগচী সহ নেতৃবৃন্দ।