নিজস্ব প্রতিবেদক :
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়ার অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০১-০৪-২০২৪) বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুষ্টিয়া ও জেলা প্রশাসন এর সমন্বয়ে শহরের এন এস রোডস্থ লাভলী টাওয়ারে অবস্থিত কুষ্টিয়া কসমেটিকস, তৃপ্তি কসমেটিকস ও বুশরা ডিপার্টমেন্টাল স্টোরে পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন-পরিমাপ যাচাই সংক্রান্ত ভ্রাম্যামন আদালত পরিচালনা করে আমদানিকৃত পণ্যের অনুকূলে মোড়কজাতকরন নিবন্ধন সনদ না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে লাভলী টাওয়ারে কুষ্টিয়া কসমেটিকসকে ৩ হাজার টাকা, তৃপ্তি কসমেটিকসকে ৩ হাজার টাকা এবং বুশরা ডিপার্টমেন্টাল স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। কুষ্টিয়া জেলা প্রশাসন এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিল্লুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই’র কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস। প্রসিকিউটিং কর্মকর্তা হিসাবে ফিল্ড অফিসার (সিএম) দীপঙ্কর কুমার দত্ত এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাজমুস সায়াদত দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। উল্লেখ্য বিএসটিআই’র কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের অধীনে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা অন্তর্ভুক্ত।