নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া মিরপুরে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক জনসংযোগ করে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম।
শুক্রবার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়ন ও বিকেল ৫টার দিকে আমলা সদরপুর সহ এলাকার বিভিন্ন স্থানে জনসংযোগ করেন। তার নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়াও মিলছে সব বয়সের ভোটারদের কাছে। এলাকার মানুষের ধারণা অ্যাড. হালিম এর জয় সময়ের অপেক্ষা মাত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদের তফসিল ঘোষণার পরে সব শ্রেণি-পেশার মানুষের আগ্রহ-উদ্দীপনার কারণে নিজেকে প্রার্থিতা ঘোষণা করেন অ্যাড. আব্দুল হালিম। পরে দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের মাঠে। রাত-দিন উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। এসময় ভোটাররা জানান, তার ব্যবহার অনেক ভালো সে কারণে তাকে আমরা এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেব। জনসংযোগ কালে উপস্থিত ছিলেন, বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক মাস্টার ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, মিরপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফেরদৌস ওয়াহেদ খান রাসেল, বহলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব উজ্জ্বল। বহলবাড়িয়া এলাকার জনসংযোগ ও পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহিনুল ইসলাম খান ও পরিচালনা করেন সাধারন সম্পাদক আমজাদ হোসেন মল্লিক। এছাড়াও আমলা সদরপুরে জনসংযোগ ও পথসভায় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।