এইচ এম ইমরানঃ
ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের যুগীপাড়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় সামাজিক প্রতিপক্ষের হামলায় ৬ টি বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়া ১৭শ পেঁপে গাছ, মরিচ গাছ ও কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়ী প্রার্থী মোটরসাইকেল প্রতিকের মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থকরা এ হামলার স্বীকার হয়েছেন বলে জানা গেছে।
পেপে বাগান, গলা বাগান ও মরিচ গাছ নিধনের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের যুগিপাড়া গ্রামে। এর আগের দিন সোমবার রাতে তারা আরেক দফা হামলার শিকার হন।
মোটরসাইকেলের সমর্থক বদিউজ্জামান বলাই এর বাড়ী ভাংচুর ও ঝাল গাছ কর্তন, কবিরুল কাজী, জোনাব কাজী, কুবাদ মন্ডলের ও লাল্টুর বাড়ী ভাংচুর এবং রুবেল কাজীর দোকান, মতিয়ার মন্ডল এর ১৩শ ধরন্ত পেপে গাছ, রিয়াজ উদ্দিনের বাগানের গলাকাছ কর্তন করে প্রতিপক্ষরা।
যুগিপাড়া গ্রামের সামাজিক মতিয়ার মন্ডল জানান, উপজেলা পরিষদ নির্বাচনে তারা মোস্তফা আরিফ রেজা মন্নুর মোটরসাইকেল প্রতিকে ভোট করে বিজয়ী হয়েছেন। এর পর থেকেই আধিপত্য বিস্তার করতে প্রতিপক্ষ দোয়াত কলম প্রতিকের পরাজিত প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থকরা এ হামলা চালায়। হামলার ঘটনায় তাদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
এদিকে পরাজিত দলের সামাজিক মাতব্বর ও সাবেক ইউপি সদস্য শফি জানান, মোটরসাইকেলের সমর্থকরা বিজয়ী হওয়ার পর থেকে এলাকায় উৎপাত চালাচ্ছিলো৷ মোটরসাইকেলের লোক আগে হামলা চালালে আমরা তাদের প্রতিহত করি। এসময় উভয় পক্ষের বাড়ীঘর, দোকানপাট ভাংচুর ও ফসলের ক্ষতি হয়েছে।
এ ঘটনায় শৈলকুপা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী জানান, যুগীপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরাজিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।