মো: সিফাত চৌধুরী,চট্রগ্রামঃ
সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের কোটা সংস্কারের এক দফা দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।রোববার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পৌঁছে দেন তারা।
আন্দোলনের একজন সমন্বয়কারী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আরেফিন বলেন, জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে।এর আগে, সকাল ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ষোলোশহর রেল স্টেশন থেকে গণপদযাত্রা শুরু করে। পদযাত্রাটি নগরীর ২ নম্বর গেইট, জিইসি, ওয়াসা ও কাজীর দেউরি হয়ে জেলা প্রশাসকের কার্যলয়ে পৌঁছায়। সেখানে জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেওয়া হয়।