মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে সময় হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী আওয়ামীলীগ নেতা মুসা আহমেদ (৪৫) নামের একজন গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার(০৩ সেপ্টেম্বর ২০২৪) আনুমানিক রাত ৯ টার সময় র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মুসা কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর এলাকার
মৃত শহর আলীর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার সদর থানাধীন থানাপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে চর থানাপাড়া এলাকার -মৃত এদাত আলী শেখের ছেলে ইউসুফ শেখ(৬৬) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের মেয়ে বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-১৭, তারিখ ১৯/০৮/২০২৪, ধারাঃ ১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় ৪১ নং পলাতক আসামি মোঃ মুসা আহমেদকে গ্রেফতার করে র্যাব।
একাধিক সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত মুসার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কুমারখালি থানাধীন পাহাড়পুর এলাকায় আমিরুল হত্যা মামলার আসাসি সে৷ তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি,মাদক ব্যবসা, জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করেছে র্যাব।