1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
মব জাস্টিসের বিরুদ্ধে সচেতনতায় ইবিতে মবের মুল্লুক - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

মব জাস্টিসের বিরুদ্ধে সচেতনতায় ইবিতে মবের মুল্লুক

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত প্রিন্ট করুন




সাকিব আসলাম (ইবি):





বিভাজন কখনো ভালো কিছু বয়ে আনে না” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মবের মুল্লুক অনুষ্ঠিত হয়। সম্প্রতি মব জাস্টিসের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামীম কে বিচারবহির্ভূত হত্যার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের বিরুদ্ধে সচেতনতামূলক পথনাটক ‘মবের মুল্লুক’ এর আয়োজন করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে রুদ্রদা প্রোডাকশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে এই পথনাটক পরিবেশন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন ইবি মিউজিক অ্যাসোসিয়েশন ও ইবি ফটোগ্রাফিক সোসাইটি। লাইভ পোস্টারিং, পেইন্টিং, কার্টুন, প্রতিবাদী গান, কবিতা এবং পথনাটক করেন আয়োজকরা।

অনুষ্ঠানের শিল্পীরা কয়েকটি প্রতিবাদী গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন৷ এরপর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে একটি পথনাটক উপস্থাপন করা হয় যেখানে ঐক্যবদ্ধ গণআন্দোলনের পর বিভিন্ন অংশীদারদের মতানৈক্য এবং তার ফলশ্রুতিতে মব জাস্টিসের প্রসার ঘটে।

এদিকে লাইভ পোস্টারিং ইভেন্টে মব জাস্টিসের বিরুদ্ধে বিভিন্ন মতামত, পরামর্শ লিখে ক্যানভাসে লাগাচ্ছিলেন দর্শকরা। এতে বিশ্ববিদ্যালয়ের ওয়েভ দা ব্যান্ড ও সোভার ব্যান্ডের শিল্পীরাও গান পরিবেশন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। সিস্টে চেঞ্জ করতে না পারলে বিজয়ের কোন মূল্য থাকবেনা।

মব জাস্টিসের সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য মবের মুল্লুক পথনাটকটির প্রশংসা করেন শিক্ষার্থীরা। নিজের অবস্থান থেকে মব জাস্টিসের কুফল সম্পর্কে সচেতন হয়ে এর বিরুদ্ধে সচেতনতাকে জাগ্রত করতে হবে। সে ক্ষেত্রে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব হবে।

রুদ্রদা প্রোডাকশনের ইশতিয়াক ফেরদৌস ইমন এক বার্তায় বলেন, মব জাস্টিস আসলে কোন সমাধান নয়, সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের আইনের প্রতি সকলকে ভরসা রাখতে হবে। তিনি আরো বলেন,স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে স্বৈরাচারী শক্তি আর ফিরে আসবে না। তিনি বলেন, বর্তমান বাংলাদেশে মব জাস্টিসের নামে যা হচ্ছে সেটা দেখে স্বৈরাচারী শক্তি পৃথিবীর কোন এক প্রান্ত থেকে দেখে হাততালি দিচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!