আকতার মিয়া, কক্সবাজার :
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইট মারা এলাকার মৎস্য চাষী মনির আহমদ (৫৫) কে পুর্ব শত্রুতার জের ধরে গুলি হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (০৩) নভেম্বর শাপলাপুর ইউনিয়নের ১নং ষাইটমারা পাটোয়াছরি মাছের প্রজক্টে ১০ থেকে ১২ জনের একটা ডাকাত দল আব্দুল হাকিমের ছেলে মনির আহমদ (৫৫) কে
গুলি করে খুন করেছে। পরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি ঘটে ভোর ৪ টার দিকে।
নিহত মনিরের ছোট ছেলে অনিক বলেন, আনুমানিক রাত ১:৩০ মিনিটে অপরিচিত একটা নাম্বার থেকে তার বাবার ফোনে কল আসে চিংড়ি ঘেরে মাছ বেশি পড়তেছে বলে, ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে তার বাবা কে।
প্রত্যক্ষদশীরা জানান, নিহত মনিরের পিঠে ও কপালে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী সরকার পতনের
কিছুদিন পর আইনশৃঙ্খলা অবনতির দিকে যাওয়াতে আইনশৃঙ্খলা ঠিক রাখতে সরকার অবৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য একটা নিদিষ্ট সময় দেন কয়েকটা অস্ত্র জমা হলেও অনেক অস্ত্র জমা না পড়ায় যৌথ বাহিনীকে নিদেশ দেন সব অস্ত্র উদ্ধার করার জন্য। সেই সময় ঝাপুয়া ও ষাইটমারার কিছু জমির মালিক গণের মধ্যে দন্ড হয়। সেই দন্ড কে কেন্দ্র করে ঝাপুয়ার মালিকগণ নৌবাহিনী কে ভুল তথ্য দিয়ে মনির আহমদ ধরার জন্য পাটোয়ারীছরি চিংড়ি ঘেরে পাঠাই সেখানে নিয়ামত ও মনির আহমদ কে খোঁজে নৌবাহিনীর একটা টিম ঘটনাস্থলে মনির আহমদ না পেলেও
নিয়ামত কে ঘটনাস্থলে পায় তাকে বিভিন্ন ধরনের
প্রশ্ন ও মারধর করা হয় সেই থেকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে এমনটাই অভিযোগ স্থানীয়দের।
এই বিষয়ে, মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, নিহত পরিবারের বাড়ি ও চিংড়ি ঘের পরিদর্শন করেছি নিহত ব্যক্তির ফোনে রাত অনুমানিক দেড়টার দিকে মনির আহমদের ফোনে কল আসে নিহত মনির আহমদের সেই মোবাইল ও নিহত ব্যক্তির সাথে যারা ছিল তাদের মধ্যে থেকে ৩ জন কে সন্দেহজনক ভাবে জিজ্ঞেসাবাদ করার জন্য গ্রেফতার করি। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।