তিতাস আহম্মেদঃ
ক্যানেলে পতিত জমিতে লাউ চাষ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারইপাড়া গ্রামের দুই যুবক । বিগত শত বছর ধরে উপজেলার বারইপাড়া ওশ্যামপুর গ্রামের মাঝামাঝি দিয়ে বয়ে চলা ক্যানেলটিতে ৫০০ মিটার এলাকা জুড়ে এ জুড়ে লাউয়ে মাচা দিয়ে দৃষ্টিনন্দন নজর কেড়েছে এলাকাবাসীর। যাহার প্রশংশায় সুমান কুড়াচ্ছে দুই বেকার যুবক তারা হলে বারইপাড়া গ্রামের মোঃগহের মন্ডল ছেলে ফিরোজ(২৬)ও একই গ্রামের ছাদআলি মন্ডল ছেলে মোঃ সাব্বির রহমান(২৩) ফিরোজ ও সাব্বির স্থানীয় বিদ্যালয় থেকে মাধ্যমে পাস করেছেন সংসারের অভাবের কারণে লেখাপড়ার ইতি ঘটে বর্তমান বেকারত্বে জীবণ কাটাচ্ছিল পরবর্তীতে তাহারা দুইজন পতিতে জমিতে লাউয়ের মাচা দিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।
স্থানীয় ক্যানেলের পতিত জমিতে লাউ, কুমড়া চাষ করে যেমন নিজেদের সবজির যোগান দিচ্ছেন, পাশাপাশি উৎপাদিত সবজিগুলো বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন।
এতে যেমন নতুন এক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে কিছুটা হলেও কমছে বেকারত্ব, বাড়ছে কৃষি আয়।
একদিকে এ সমস্ত সবজি যেমন সংসারের চাহিদা মিটিয়ে বিক্রি করছে বাজারে অন্যদিকে ক্যানেলের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারইপাড়া ও শ্যামপুর গ্রামের মাঝামাঝি ক্যানলটির পতিত জমিত লাউ, কুমড়া ওপাশে কালাই সহ বিভিন্ন সবজি।
নবীন কৃষক ফিরোজ জানান, সদর উপজেলার বারইপাড়া গ্রামে চলিত বছর থেকে আমরাই সর্বপ্রথম ওই ক্যানেলের উপর লাউ, কুমড়া সবজি চাষ শুরু করেছি। আমাদের সফলতা দেখার অন্যান্যরাও সবজি চাষ শুরু করেছেন। এভাবে চলতে থাকলে প্রতি বছরই পতিতো জমিতে চাষ বাড়তে থাকবে। আমারা আশাবাদী এখন থেকে অনেক এলাকার চাষরা ক্যালের সম্পুর্ন পতিত জমিতে চাষাবাদ করবেন।
স্থানীয় সূত্র জানা যায় ক্যানেলে লাউ গাছের মাচা দৃষ্টিকারে ওই পথে যাতায়াতকারীদের। এই জমিগুলো ফাঁকাই পড়েছিল। পরে এগুলোতে আবাদ শুরু করেছে। আমাদের বারইপাড়া গ্রামের২ জন যুবক আবাদ করতেছে । ক্যানেলে পাশে অনেক স্থান ফাঁকা থাকে ওই ফাঁকাস্থানে চাষাবাদ করাতে ফলন ভালো হয়। ওরা নিজেরাও খাই আবার বাজারে বিক্রিও করি।
এ বিষয়ে উজানগ্রাম ইউনিয়নের উপ-কৃষি আফিসার সাইদুল রহমান দৈনিক দিনের খবরকে বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।আমি তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।আমি সর্বচ্চ চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য আমরা নিরাপদ সবজি চাষের জন্যে প্রাকৃতিক ভাবে ক্ষতিকর পোকামাকড় দমন করছি।