দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি নুরুন্নবী বাবুর পিতা ডা. গোলাম নবীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের আজকের দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে ইন্তেকাল করেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরের কৃতি সন্তান ছিলেন। কুষ্টিয়ার সাবেক টেক্সটাইল মিলের মেডিকেল অফিসার ছিলেন। অবসরে নিজ গ্রাম হরিনারায়ণপুরের মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন। তিনি সব সময় গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতেন। হাসি মুখে সবার সঙ্গে আন্তরিক আচরণ করায় সবার কাছেই প্রিয় ছিলেন। তার আত্মার মাগরেফাত কামনা করে হরিনারায়ণপুর কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।