1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
জিলা স্কুলে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ফরম পূরণের জন্য বৃত্তি প্রদান - দৈনিক দিনের সমাচার
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

জিলা স্কুলে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ফরম পূরণের জন্য বৃত্তি প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার পঠিত প্রিন্ট করুন




নিজস্ব প্রতিনিধি ॥





কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৬৬ ব্যাচের প্রাক্তন ছাত্র আবুল হাসেম, আবু ফাতেহ, আশরাফ উদ্দিন নজু, হাবিবুল আলম, মমিনুল আজম ও শরফুদ্দিন আহমেদের উদ্যোগে এসএসসি-২০২৫ ব্যাচের ৫০ জন মেধাবী পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় কুষ্টিয়া জিলা স্কুলের অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিলা স্কুলের প্রথম ব্যাচের ৬ জন প্রাক্তন শিক্ষার্থী স্কুলের জন্য কিছু করার প্রয়াস থেকে প্রতিবছর আর্থিকভাবে অস্বচ্ছল এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের অর্থ ও অনান্য বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস দিয়ে থাকেন। এছাড়াও তাঁরা বিভিন্ন সময়ে স্কুলের নানাধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকেন।
১৯৬৬ ব্যাচের প্রাক্তন ছাত্র, ফরম পূরণ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও প্রোগ্রাম সমন্বয়কারী আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহা. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে স্কুলের বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে মুল্যবান বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জিলা স্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, এই স্কুলের আঙিনা শেষ করার পর তাঁরা শুধু আমাদের মনেই রাখেননি, আমাদের সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। বিভিন্ন উন্নয়নমুখী কাজে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। তোমরাও একদিন এই অনুষ্ঠানের ধারাবাহিতায় সমাজের উন্নয়নে মূল ইন্টারপ্রেটার হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করবে।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে বৃত্তি প্রাপ্ত এসএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থী নাহিদ আহমেদ বলেন, এই উদ্যোগ আমাদের শুধু সহযোগীতাই করে না, অনুপ্রাণিতও করে। আমরাও যেন ভবিষ্যতে এরকম উদ্যোগ গ্রহণ করতে পারি সেজন্য সকলের দোয়া চাই। এছাড়াও অনুষ্ঠানে জিলা স্কুলের বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে আশরাফ উদ্দিন নজু বলেন, ১৯৬১ সালে প্রথম ব্যাচে এই স্কুলে ভর্তি হই। ৬৬ সালে ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলাম। আমাদের সবসময় ইচ্ছা ছিলো যে, আমরা স্কুলের জন্য কিছু করবো। সেই ইচ্ছা থেকেই প্রতিবছর দু’টি কাজ করে থাকি। একটা স্কুল শিক্ষার্থীদের ড্রেস দেওয়া ও ফরম পূরনের টাকা দেওয়া। তাছাড়া সবসময় আমাদের চেষ্টা থাকে স্কুলের জন্য ভালো কিছু করার।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!