নিজস্ব প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে কুষ্টিয়া জেলা শাখার জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর) নেতৃবৃন্দ।
সোমবার (১৬ডিসেম্বর) সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে উক্ত কমিটির পক্ষ থেকে নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান। দিনটি উদযাপনে জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু ও সাধারণ সম্পাদক আজমত আলী খান মনি এর নেতৃত্বে শহরের এন এস রোড ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে এক শোভাযাত্রা নিয়ে কালেক্টরেট চত্বরে অবস্থান নেয়৷ সেখানে সুশৃঙ্খলভাবে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী, অর্থ সম্পাদ শামীম আহমেদ, যুব সংহতির আহবায়ক শেখ ইউসুফ রেজা রানা সহ নাজমুল হাসান খান, জনি, কবির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ছাত্র সমাজের আহবায়ক মাহফুজুর রহমান লেখক ও সদস্য সচিব আহমেদ মুরসালিন এবং জাতীয় পার্টি (কাজী জাফর) পোড়াদহ ইউনিয়ন কমিটির সভাপতি মেহেদী হাসান ডন সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তারা ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে দেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।