নিজস্ব প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে কুষ্টিয়া পলিটেকনিক ও সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (১৬ডিসেম্বর) সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সাথে মিলিত হয়ে পলিটেকনিক ও সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান।
এর আগে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বে শহরের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা নিয়ে কালেক্টরেট চত্বরে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিদুল ইসলাম রুপল, শহর ছাত্রদলের সদস্য সাইফ হোসেন সংগ্রাম, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের ও সদস্য সচিব পিয়াস এবং কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে হাজারো ছাত্র নেতা অংশ গ্রহণ করেন।
এদিকে জেলা বিএনপির আহবায়ক কমিটির ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে ছাত্র দল সহ পর্যায়ক্রমে বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্বাধীনতার ঘোষক সফল রাষ্ট্র নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে ও দেশের সকল শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং দেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।