মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে চুয়াডাঙ্গা ও দর্শনার অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর ও দর্শনা থানা এলাকায় অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)মোঃ রিয়াজুল ইসলাম এবং দর্শনা থানা এলাকায় সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।
এসময় পুলিশ সুপার বলেন, ঠাণ্ডা বাতাস ও
হিম হিম ঠাণ্ডা আর কুয়াশার দাপটে তীব্র শীতে সমাজের দারিদ্র শ্রেণীর জনজীবন নাজেহাল। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থেকে জেলা পুলিশের এই ক্ষুদ্র প্রচেষ্টা হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত প্রান্তিক মানুষকে কিছুটা হলেও সুরক্ষা দিবে।