নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ার মিরপুরে পৌর বিএনপি’র এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় মিরপুর মিরপুর মহিলা ডিগ্রী কলেজ হলরুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, পতিত সরকারের প্রধান শেখ হাসিনার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় নেই,কিন্তু ষড়যন্ত্রকারীরা ও বসে নেই।সমাজে আওয়ামী লীগের লোকগুলো আছে,তাদের দোসরেরাও আছে।আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী যারা আছে,তারাও আওয়ামী লীগকে সমর্থন করছে। গোপনে তারা আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছে।সুতারাং কোন বহিরাগত ও অনুচরকে দলে জায়গা দেয়া যাবেনা। বিএনপির নেতা-কর্মীদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। যাতে কোন ষড়যন্ত্রকারী দলের ভিতরে ঢুকে দলের ক্ষতি করতে না পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এ সময় তিনি বলেন-বিএনপির ওয়ার্ড,ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক দলীয় তৃণমূল নেতা-কর্মীদের ভোটে নির্বাচিত হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী। অনুষ্ঠান শেষে পৌর বিএনপি’র কমিটি বিলুপ্ত করা হয়।