বাবুল রহমান রবিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট নৌ-টার্মিনাল এলাকায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে সাত শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধানের সহধর্মিণী ও পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।
অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল এবং ৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এ সময় তিনি উপস্থিত নারী-পুরুষের খোঁজ-খবর নেন এবং দারিদ্র্যপীড়িত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
নৌবাহিনীর কমান্ডার আরাফাত ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারও নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের নিজস্ব অর্থায়নে গাইবান্ধার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের এক হাজার দুস্থ জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন, র্যাব-১৩ এর সিও ইন্তেখাব চৌধুরী, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার এডি আনিচ উদ্দীন পিপিএম, এবং ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান।
এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের শীত মোকাবিলায় বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।