নিজস্ব প্রতিনিধিঃ
সদ্য নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ ইবি শাখার নেতা মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে কুষ্টিয়ায় গত ০৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে অভিযুক্ত ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুষ্টিয়া চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে ও তার আইনজীবী জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত তা না মঞ্জুর করলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং কারাগারে প্রেরণ করেন।
এদিকে তথ্য সূত্রে জানা গেছে,গত ০৫ আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় আহত আরমান মীর নামে এক যুবক কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহার নামীয় ১৮নং আসামি হন ছাত্র লীগের নেতা মামুন।
আদালতসূত্রে, গত ৩০ অক্টোবরের উক্ত মামলায় ৩১ ডিসেম্বর সকালে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে আসামি মামুন আত্মসমর্পণ করে এবং তার আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।