এস এম পান্না:
লেখাপড়ার পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ে তুলতে খেলাধুলা ও শরীর চর্চা সারা এর কোন বিকল্প নেই বলছিলেন ক্যারাম টুর্নামেন্টের বিশেষ অতিথি তানভীর আহম্মেদ সৌরভ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চা এটি এমন একটি মাধ্যম যা শরীরে উদ্দীপনার যোগান দেয়, হয়ে ওঠে লেখাপড়ায় সহায়ক।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) কুষ্টিয়া গড়াই নদীর কূল আলম টি স্টলে মানবতা সামাজিক সংগঠনের ক্যরামপ্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানবতা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন মাছুমের
সভাপতিত্বে দ্বিতীয় বারের ক্যরাম প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুয়াদ রেজা ফাইম ও বিশেষ অতিথি তানভীর আহম্মেদ সৌরভ।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি তানভীর আহম্মেদ সৌরভ বলেন, জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যোগ্যতা ও গুণাবলী, নেতৃত্ব, সহমর্মিতা, ঐক্য, শৃঙ্খলা, সহনশীলতাসহ একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই এ অনুষ্ঠানের তাৎপর্য অসীম।
তিনি আরো বলেন, আমাদের আলস্য বা বিলাসের কোনো সুযোগ নেই। আমাদের অসহায়, দরিদ্র এবং আর্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের কষ্ট লাঘব করতে হবে। উৎকৃষ্ট মানবিক গুণাগুণ সম্পন্ন মানুষ হিসেবে বড় হয়ে উঠতে হবে।
শুধু ক্যরাম প্রতিযোগিতা নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাধুলায় দরিদ্র এই অঞ্চলের ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চায় প্রত্যেক বিভাগে অংশ নিতে হবে। মানবতা সামাজিক সংগঠনের এই কেরাম টুর্নামেন্টে ২৪টি টিম অংশগ্রহণ করেন আর আয়োজক হিসেবে ছিলেন মোঃ আকাশ হোসেন মুরাদ, মোঃ শহীদুল ইসলাম, মোঃ আলম শেখ, মোঃ মিলন হোসেন, মোঃ নুরুল ইসলাম দুখু ও আশরাফুল ইসলাম অনুষ্ঠান শুরুতে বিশেষ অতিথি তানভীর আহম্মেদ সৌরভকে ফুল দিয়ে সংবর্ধনা দেন মানবতা সামাজিক সংগঠনের সদস্য মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আলম শেখ।
সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফুয়াদ রেজা ফাইম।
এতে ২৯ পয়েন্ট নিয়ে অপরাজিতা চ্যাম্পিয়ন হয় মোঃ মিন্টু-শামীমের টিম ও ০০ পয়েন্ট অর্থাৎ নীল খেয়ে সুরুজ-রাজনের টিম রানার্স-আপ হয় জমকালো এই আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফুয়াদ রেজা ফাইম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যেকটি টিমের খেলোয়াড়, দর্শক, ও স্থানীয়রা।