নিজস্ব প্রতিনিধিঃ
রাতের অন্ধকারে কুষ্টিয়ার ছিন্নমূল শীতার্তদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে কুষ্টিয়া ইউনিটের সেনাসদস্যরা।
সারা দেশে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় কুষ্টিয়া বৈইছে শৈতপ্রবাহ’ শীতে কাপছে শহরে রাস্তার পাশে ও স্টেশনে থাকা অসহায় ছিন্নমূল মানুষগুলো। এসকল মানুষের কথা ভেবে কুষ্টিয়া ইউনিটে দায়িত্বে থাকা সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
রবিবার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দেখা গিয়েছে কুষ্টিয়া শহর সহ রেলস্টেশনে সেনাবাহিনীর সদস্যরা কম্বল বিতরণ করছেন।
এসময় কুষ্টিয়া ক্যাম্পের লে. সাকিব জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নির্দেশনা মোতাবেক এই জেলার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। তিনি আরো বলেন, মানবিক বিবেচনায় অসহায় শীতার্ত মানুষের কষ্ট দূর করতে আমরা কুষ্টিয়ার সেনা জোন শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। এরই অংশ হিসেবে জেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, শীতে যখন সারা দেশের মানুষ কাঁপছে, তখন বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়ায় গভীর রাতে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।এমনিভাবে দেশের যেকোন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থাকবে এমনটাই দেশবাসীর প্রত্যাশা।বাংলাদেশ সেনাবাহিনীর জন্য শুভ কামনা জানান উপস্থিত জনতা।
স্টেশনে থাকা শশী রানী জানান, অভাবের তাড়নায় দুই বেলা খেতে পাইনি। শীতের কাপড় কিনব কি করে? এই শীতে একটি কম্বল যে কত দরকার তা একমাত্র আমাদের মতো মানুষগুলোই ভালো জানে। শীতের রাতে খুব কষ্ট করে স্টেশনে রাত পার করছিলাম। ঘুমাতে যেয়ে শুনি আর্মির লোকেরা কম্বল দিচ্ছে, তাই শুনে তাদের কাছে গিয়ে আজ কম্বল পেয়ে চিন্তা মুক্ত হলাম, নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারব। সে সময় সেনাবাহিনীর সদস্যদের তিনি বলেন ভগবান তোমাদের ভালো করবে। তবে দেখা গিয়েছে কম্বল পেয়ে মুখে হাসি ফুটল অসহায় মানুষের।