সোহেল রানা,ভ্রাম্যমান,প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলা বাধাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাধাইড় গ্রামে বহুপুরোনো মন্দির থেকে কুষ্ঠিপাথরের শিবমূর্তি চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় এ চুরি ঘটনা ঘটে। কণ্ঠিপাথরের শিবমূর্তি চুরির ঘটনায় মন্দিরের সভাপতি (১৭ জানুয়ারী )শুক্রবার সকালে তানোর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন।
মন্দির থেকে শিবমূর্তি চুরির ঘটনায় গ্রামের হিন্দু পরিবারগুলো মধ্যে আতংক বিরাজ করছে। সে সাথে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্দিরের সভাপতি ভোবেশ চন্দ বর্মন বলেন,বহুপুরোনো এ কষ্ঠিপাথরের শিব মূর্তিটি গ্রামসহ আসপাশে মানুষেরা একশ বছরের বেশি সময় যাবত পূজো করে আসছে। হঠাৎ করে মঙ্গলবার রাতে মাটি ঘরের মন্দিনটি গেটে তালা খুলে গর্ত থেকে তুলে নিয়ে যায় চোরের দল। সকালে গ্রামে মানুষ তা জানতে পারে।
ভোবেশ চঁন্দ বর্মন আরো বলেন, এ মূর্তিটি প্রায় ৮০ কেজি ওজন হতে পারে। চুরি ঘটনায় থানায় মামলার প্রস্তিত চলছে। তানোর থানা অফিসার্স ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন,কষ্টিপাথরের শিবমূর্তি চুরির ঘটনায় তিন দিন পর শুক্রবার সকালে লিখিত করেছেন মন্দির কর্তপক্ষ। বিষয়টি অতি গুরুত্ব সহকারে পুলিশ তদন্ত করে উদ্ধারে ব্যবস্থা শুরু করেছেন।