উম্মে মাহিমা হিমা; ইবি প্রতিনিধি:
শান্তি শৃঙ্খলা ও ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নিষিদ্ধ ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপনে বা প্রকাশ্যে সহযোগিতার সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।
বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপন অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, উপাচার্যের নির্দেশ অনুযায়ী সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সংগঠনকে নিষিদ্ধ করেছে, আইন অনুযায়ী সেই সংগঠনকে কেউ সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।