নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উক্ত জিসপ কমিটির নবাগত আহবায়ক ও ইসলামীয়া কলেজের সাবেক অধ্যক্ষ নওয়াব আলী ও কমিটির সদস্য সচিব জামাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এই কমিটির অন্যান্য নেতাকর্মীরা কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।
এসময় কমিটির আহবায়ক সাবেক অধ্যক্ষ নওয়াব আলী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীল শ্রদ্ধা জানান এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ৭১-এর পর আমরা ২০২৪-এ নতুন স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে এবং জনগণের মাঝে আস্থা তৈরী করতে হবে। বিগত সময়ে ফ্যা’সিস আওয়ামী লীগ সরকারের মতো কর্মকান্ড করা যাবে না। জনগণকে বোঝাতে হবে বিএনপি সাধারণ জনগণের সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা কর্মসূচি পালনে আমাদের তথা এই কমিটির নেতৃবৃন্দ সহ সকলকে কাজ করতে হবে। যাতে আগামী দিনে জনগন বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে।