নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মালিথা পাড়া গ্রামে পূর্ব শত্রু তার জেদ ধরে রিমা খাতুন নামে এক নারীকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছেন প্রতিপক্ষরা। এ ঘটনায় রিমা খাতুন এর ছেলে মোঃ কালাম কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের মালিথাপাড়া গ্রামের মৃত জালাল মালিথার ছেলে হাবিল মালিথা(৪৫), হাবিল মালিথার স্ত্রী মোছাঃ মনোয়ার(৪০) ও হাবিল মালিথার ছেলে মোঃ জয় (১৯) পূর্ব শত্রুতার জেট ধরে পহেলা ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার রিমা খাতুন নামে ওই বৃদ্ধ মহিলাকে বেধড়ক মারপিট করে মারাত্মকভাবে আহত করে। আঘাতের ফলে ভুক্তভোগী ওই মহিলার নাক ফেটে রক্তপাত হওয়ার পাশাপাশি এলোপাতাড়ি আঘাতের ফলে সারা শরীরে কালশিরা জখমের সৃষ্টি হয়েছে। এজাহারে আরো উল্লেখ করা হয় আসামিরা ইট দিয়ে ভুক্তভোগীর বুকে ও পিঠে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
ভুক্তভোগী ওই নারীর ছেলের বউ তৃষা খাতুন ও মেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে তাদেরকেও বেধড়ক মারপিট করা হয় ও বিবস্ত্র করার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরো উল্লেখ করা হয় আসামিরা, ভুক্তভোগী ওই নারীর গলায় থাকা আটান ওজনের স্বর্ণের চেইন ও তার ছেলের স্ত্রীর গলায় থাকা দশ আনা ওজনের স্বর্ণের তেল ছিনিয়ে নেই। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।
পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
এই ঘটনায় মনিরুল ইসলাম মন্টু ও মোঃ দোয়েলকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন এজাহারকারী।
থানায় এজাহারের কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি ।