সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান স্থাপনে উৎসাহিত করতে কৃষাণীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ই ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জাহানাবাদ ইউপির চান্দোপাড়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশিক্ষণ অফিসার আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং মোহনপুরের অতিরিক্ত কৃষি অফিসার এম এ মান্নান (কৃষিবিদ) এর উপস্থাপনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।
মূলত ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষাণীদের নিয়ে এই উঠান বৈঠকের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনপুর, রাজশাহী। উক্ত উঠান বৈঠকে প্রায় ৪০ জন কৃষাণী অংশগ্রহণ করেন। বৈঠকে অংশগ্রহণকারী মোট ২৫ জন কৃষাণীদের হাতে একটি করে পুষ্টি কার্ড, একটি করে পুষ্টি প্লেট, একটি করে কাঁঠালের চারা এবং একটি করে জলপাই চারা প্রদান করা হয়। এছাড়াও তাদেরকে প্যাকেজ আকারে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ প্রদান করা হয়।